গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ সোলেমান মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোলেমান মোল্লার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আগুনে তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উপজেলা প্রশাসনের মাধ্যমে তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার দাফনের সব খরচ প্রশাসন বহন করবে।
এর আগে, গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈরর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন।
রেজাউল/কেআই