ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাগেরহাটে জাল নোটসহ প্রতারক আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৫ মার্চ ২০২৪  
বাগেরহাটে জাল নোটসহ প্রতারক আটক

বাগেরহাটে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শহরের যদুনাথ স্কুল সংলগ্ন কামাল হোসেনের ভবনের ৬তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। এসময় সেখান থেকে জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ জব্দ করা হয়। 

আটক ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে। তিনি চার মাস আগে কামাল হোসেনের বাড়ির ৬তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ জব্দ করা হয়েছে। ধারণা করছি ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিল। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরো পড়ুন:

শহিদুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়