ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘রূপসী পঞ্চগড়ের’ উদ্যোগে পথচারীদের ইফতার 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৬ মার্চ ২০২৪  
‘রূপসী পঞ্চগড়ের’ উদ্যোগে পথচারীদের ইফতার 

পঞ্চগড়ে অসহায়, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফাতার বিতরণ কর্মসূচি শুরু করেছে ফেসবুকভিত্তিক প্লাটফর্ম ‘রূপসী পঞ্চগড়’ নামে গ্রুপ।

শনিবার (১৬ মার্চ) ৫ রমজান শুরু হওয়া এ কর্মসূচি চলবে মাসব্যাপি। এ দিন জেলা শহরের চৌড়ঙ্গী মোড়ে প্রায় ১০০ জন রোজাদারের হাতে ইফতার তুলে দেন গ্রুপের মডারেটররা। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুর রউফ। মডারেটরদের মধ্যে ছিলেন, রাসেল, সাগর, রাসেদ, লিপন, রাকিব, নাসিরুল, হিরা, জাহিদ। এছাড়াও আমিন, মামুন, মাহবুব, রিদয়, বাশার উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির উদ্যোক্তা ‘রূপসী পঞ্চগড়’ গ্রুপের এডমিন সারা জ্যোতি ও জাফিরুল হাসান অন্তর। এক লাখের অধিক সদ্যস্যের এই ফেসবুক গ্রুপটি নিয়ন্ত্রণ করেন তারা। গ্রুপটিতে পঞ্চগড়ের প্রকৃতি-পরিবেশসহ বিভিন্ন ইতিবাচক বিষয় তুলে ধরা হয়। একইসঙ্গে প্রতি রমজানে গ্রুপটির সৌজন্যে মাসব্যাপি ইফতার বিতরণ করা হয়।

আরো পড়ুন:

‘রূপসী পঞ্চগড়’ গ্রুপের এডমিন সারা জ্যোতি বলেন, সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি রমজানে তারা এই উদ্যোগ নিয়ে থাকেন। পথচারী, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে তাদের ভালো লাগছে। এই কর্মসূচি মাসব্যাপি চলবে। এই মহতী উদ্যোগ সফল করতে সুধীজনদের সহযোগিতা চান তিনি।
 

নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়