ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে ট্রেন দুর্ঘটনা, আহত ৩০
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগের লক ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পড়ুন: কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, এ পর্যন্ত ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।
দুর্ঘটনার পর ট্রেনটির ৮টি বগি লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।
রুবেল/এনএইচ