ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১৭ মার্চ ২০২৪  
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে ভাঙচুর করা হয়। 

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে গোড়াগাঁও এলাকার ইতালি প্রবাসী আব্দুল আলী সুমন ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী মোবারক চোকদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে মোবারক চোকদারের স্ত্রী বিনা বেগমসহ কয়েক জন সুমনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাড়ির জানালার গ্লাস ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরবর্তীতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইতালি প্রবাসী আব্দুল আলী সুমনের স্ত্রী ইলা খান অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী দীর্ঘ দিন ধরে ইতালি প্রবাসী। মাঝেমধ্যে ছুটিতে বেড়াতে আসে। আমাদের বাড়িতে পুরুষ না থাকায় প্রতিপক্ষ মোবারক চোকদারের লোকজন বাড়িতে হামলা ও ভাঙচুর করে টাকা ও গহনা সব নিয়ে গেছে। আমি হামলাকারীদের বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য রহমান চোকদার বলেন, ‘আব্দুল আলী সুমন আমার ভাই। আমি যখন বাড়ির বাইরে ছিলাম প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 
হামলার অভিযোগ অস্বীকার করেছেন মোবারক চোকদারের স্ত্রী বিনা বেগম। তিনি বলেন, ‘আমরা কারও বাড়িতে হামলা চালাইনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টো তারাই আমাদের জমি জোর করে দখল নিতে চায়।’ 

হামলার বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হয়।’
 

আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়