ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ট্রেনের বগি পড়ে ঘর চুরমার, আশ্রয়হীন বৃদ্ধ দম্পতি

রুবেল মজুমদার, কুমিল্লা    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৭ মার্চ ২০২৪   আপডেট: ২২:২০, ১৭ মার্চ ২০২৪
ট্রেনের বগি পড়ে ঘর চুরমার, আশ্রয়হীন বৃদ্ধ দম্পতি

ঘর ভেঙে যাওয়ায় এখন আশ্রয়হীন এই দম্পতি

কুমিল্লার নাঙ্গলকোট ঢুলিয়া ইউনিয়নের তেজের বাজার উরকুটি এলাকায় রেললাইনের পাশে ঘর তৈরি করে থাকতেন ৭৮ বছর বয়সী চাঁন মিয়া ও মনোয়ারা বেগম (৬৫) দম্পতি। ২০ বছর আগে গ্রামবাসীর সহযোগিতার ছোট টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস করতেন তারা।

চাঁন মিয়ার এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম নাসির মিয়া। তিনি শারীরিক প্রতিবন্ধী। বউ নিয়ে ঢাকায় থাকেন। মেয়ে সাহিদা বেগম স্বামীর সঙ্গে কুমিল্লা সদর উপজেলার শাহাপাড়া এলাকায় থাকেন।

রোববার (১৭ মার্চ) দুপুরে তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি লাইনের পাশে গিয়ে পড়ে।

আরো পড়ুন:

দুপুরে ঘরের পাশে গাছের নিচে বসে কথা বলছিলেন চাঁন মিয়া ও মনোয়ারা। হঠাৎ করে বিকট শব্দ হয়। মূহুর্তের মধ্যে কিছু বুঝে উঠার আগে ট্রেনের একটি বগি ছিটকে এসে পড়ে তাদের ঘরের উপর। বগির এক অংশের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে চাঁন মিয়া ও মনোয়ারা। চোখের সামনে ঘরটি চুরমার হয়ে যায়।

চাঁন মিয়ার শরীরে আঘাত লাগে। তার চোখে রক্ত জমাট বেঁধে গেছে। শরীরে আঘাত নিয়ে অশ্রুসিক্ত চোখে শেষ আশ্রয়স্থল ভেঙে যাওয়ায় আর্তনাদ করছিলেন তিনি। সারা দিন মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া চাল, ডাল, তেল, আলু, টমেটো মাটিতে পড়ে ছিল।

চাঁন মিয়া বলেন, ‘অল্পের লাইজ্ঞা আমি বাইচ্চা গেছি। বগি আমার ঘরের উপর পড়ছে। আমার সব কিছু শেষ। আমি এহন কই থাইক্কাম। আমার কাম করার শক্তি নাই। মানুষের কাছ থাইক্কা খুইজ্জা খাই। আমার ঘরের সব কিছু শেষ হইয়া গেছে। আমারে এহন কেডা সাহায্য করব?’

চাঁন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমার ঘরে চারটা হাঁস আছিল। হাঁসগুলোও মইরা গেছে। আমার জামাই বগির লগে ধাক্কা লাইজ্ঞা ব্যথা পাইছে। এখন কেডা আমাগোর সাহায্য করব?’

/বকুল/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়