কুমিল্লায় ট্রেনের ৮ বগি লাইনচ্যুত: উদ্ধার অভিযান শুরু
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের আট বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। রোববার (১৭ মার্চ) রাত ৯টার দিকে শুরু হওয়া উদ্ধার অভিযান শেষ হতে ৭/৮ ঘণ্টা সময় লাগতে পারে। বগি উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দুপুরে কুমিল্লার তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি লাইনের পাশে গিয়ে পড়ে। এতে ৩০ জন যাত্রী আহত হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।
দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আছে।
চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘বিজয় এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত হওয়ার পরেই আমরা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন নিয়ে এসেছি। রাত ৯টার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমাদের কাজ চললাম রয়েছে। আগামীকাল (সোমবার) ভোর ৫টায় বগিগুলো উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারে। তবে এ বগিগুলো উদ্বারের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সকাল হয়ে যাবে।’
সরেজমিন দেখা যায়, নাঙ্গলকোটের হাসানপুরে ট্রেনের বগিগুলো অন্ধকারের মাঝে লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ করছেন শতাধিক রেল শ্রমিক। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবেন।
এদিকে, দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রুবেল/বকুল