ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

কুলাউড়ায় বিএসএফের গুলিতে কিশোর নিহত, যুবক আহত

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৮ মার্চ ২০২৪   আপডেট: ১২:২৪, ১৮ মার্চ ২০২৪
কুলাউড়ায় বিএসএফের গুলিতে কিশোর নিহত, যুবক আহত

ফাইল ফটো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।

রোববার (১৭ মার্চ) দুপুরে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমেদ সাদ্দাম (১৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির আলীর ছেলে। আহত হয়েছেন একই গ্রামের ছিদ্দিক (৩২)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে শিকড়িয়া সীমান্তে যায়। তখন বিএসএফের একটি টহল দল গুলি করলে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। গুলিবিদ্ধ হয়ে আহত হন ছিদ্দিক।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাদ্দামের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। আহত ছিদ্দিক মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পৃথিমপাশা ইউনিয়নের ইউপি সদস্য শাহিন মিয়া নিহত ও আহতদের বাড়ি কর্মধা ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার ও ৪৬ বিজিবির অধিনায়কের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

হামিদ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়