ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

অসুস্থ স্বজনকে হাসপাতালে দেখতে এসে লাশ হলেন যুবক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৮ মার্চ ২০২৪   আপডেট: ১২:৪০, ১৮ মার্চ ২০২৪
অসুস্থ স্বজনকে হাসপাতালে দেখতে এসে লাশ হলেন যুবক

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয়তলা থেকে পড়ে সাইদি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদি নগরীর চরপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন বলেন, নিহত সাইদি হাসপাতালে চিকিৎসাধীন তার এক স্বজনকে দেখতে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয়তলায় আসেন। সেসময় বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাইন উদ্দিন আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মিলন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়