ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৮ মার্চ ২০২৪  
ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় বাজার মনিটরিংয়ের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরে পণ্যের মূল্য বাড়িয়ে বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ১৩ হাজার এবং নলছিটি উপজেলায় একটি ফলের দোকান ও জুয়েলারিতে মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, বাজার মনিটরিং প্রতিদিন চলবে। পণ্যের দাম কেউ বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অলোক/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়