ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিএসএফ’র গুলিতে নিহত কিশোরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৮ মার্চ ২০২৪  
বিএসএফ’র গুলিতে নিহত কিশোরের লাশ হস্তান্তর

কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক পারভেজ আলী ওরফে সাদ্দাম’র (১৫) মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৫টায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ পারভেজ আলী ওরফে সাদ্দাম’র লাশ হস্তান্তর করে। কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন।

এসময় বিএসএফ’র সহকারী কমান্ডেন্ট অমিত চন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও জয়ন্ত কর্মকার, ত্রিপুরা ইরানী থানার ওসি যতীন্দ্র দাশ, বাংলাদেশের কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যাশৈনু মারমা, বিজিবি'র কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও মৃতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে আলীনগর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হয় সাদ্দাম। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।

আরও পড়ুন: কুলাউড়ায় বিএসএফের গুলিতে কিশোর নিহত, যুবক আহত

হামিদ/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়