ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেন লাইনচ‌্যুত, রেল চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৮ মার্চ ২০২৪   আপডেট: ০৮:৪৭, ১৯ মার্চ ২০২৪
টাঙ্গাইলে ট্রেন লাইনচ‌্যুত, রেল চলাচল বন্ধ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হ‌য়েছে। এতে ট্রেনের একটি ব‌গির চার‌টি চাকা লাইন থেকে সরে গেছে। লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। 

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নের মাস্টার রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন। সোমবার (১৮ মার্চ) রাত ৯টায় দি‌কে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। 

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ ব‌লেন, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রুটির কার‌ণে এ দুর্ঘটনা ঘটে। 
 

আরো পড়ুন:

কাওসার/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়