ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

মেঘনায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২০ মার্চ ২০২৪   আপডেট: ০৯:৪৩, ২০ মার্চ ২০২৪
মেঘনায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ 

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষেধ। এ নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনানদীর  হানারচর এলাকা থেকে ৬ জেলেকে আটক করেছে হরিণা নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি নৌকা এবং ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

১৯ মার্চ মঙ্গলবার বিকালে হরিণা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, চাঁদপুর সদরের লক্ষীপুর ইউনিয়নের মামুন ছৈয়াল (২৫), আসলাম লস্কর (১৯), হাবিব খান (১৯), নান্টু গাজি (২৫), মোঃ সুমন (১৯), আবু জাহিদ (২৭)। 

আরো পড়ুন:

মো. নজরুল ইসলাম বলেন, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত জেলেদের মৎস্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

/অমরেশ/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়