চৈত্রের বৃষ্টি: আমের গুটির আশির্বাদ হলেও মুকুলের ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাগঞ্জে বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (১৯ মার্চ) বিকেল পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, যেসব গাছে এখনও আমের গুটি হয়নি সেসব গাছের মুকুল ক্ষতিগ্রস্ত হবে।
জানা গেছে- মঙ্গলবার দিবাগত রাত থেকে বৃষ্টি শুরু হয়। বুধবার ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে শুরু করে। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলায় গড়ে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলায় প্রায় ২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বলে জানানো হয়েছে।
শিবগঞ্জের আমচাষি সাইদুর রহমান বলেন, এবার মুকুল আসতে দেরি হয়েছে। ফলে গাছগুলোতে এখনো সেভাবে আমের গুটি আসেনি। যেসব গাছে মুকুল এখনো ফোটেনি সেসব গাছে চৈত্রের বৃষ্টির পানিতে ক্ষতি হবে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, এ সময়ের বৃষ্টি আমের জন্য উপকার-অপকার দুটোই আছে। আবহাওয়ার কারণে এবার আম গাছে মুকুল দেরিতে এসেছে। তাই এ বছর গাছে আমের গুটিও দেরিতে হয়েছে। যেসব গাছে আমের মুকুল এখনও গুটিতে রূপান্তরিত হয়নি সেসব গাছের মুকুলের ক্ষতি হবে। মুকুল ফুটে যেসব গাছে গুটি বের হয়েছে, সেসব গাছের জন্য এই বৃষ্টি খুবই উপকারী। আমের গুটি বেড়ে উঠতে সহায়ক হবে চৈত্রের এই বৃষ্টি।
মেহেদী/মাসুদ