ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রাঙামাটিতে অজ্ঞাত রোগের চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল দল

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২১ মার্চ ২০২৪  
রাঙামাটিতে অজ্ঞাত রোগের চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল দল

রাঙামাটির ভারত সীমান্তবর্তী বরকলের ঠেগা চান্দবী ঘাটে অজ্ঞাত রোগের চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল দল।

বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট গ্রামে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল দল আজ দুপুরের দিকে পৌঁছেছে।

রাঙামাটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬ সদস্যর একটি মেডিক্যাল দল বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগরের নের্তৃত্বে তিন ভাগে ভাগ হয়ে গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা সেবা শুরু করেছেন।

এদিকে, গ্রাম প্রধান (কার্বারী) শীবরতন চাকমা জানিয়েছেন, মেডিক্যাল দল পৌঁছানোর পর গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসায় মেডিক্যাল দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামের মানুষ।

ওয়ার্ড মেম্বার প্রীতিশংকর দেওয়ান বলেন, মেডিক্যাল দল আসার পর তারা তিন ভাগে ভাগ হয়ে গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন। এতে অজানা রোগের আতঙ্ক এখন অনেকটা কমে গেছে।

তিনি আরও বলেন, বর্তমানে ১৪ জন রোগীর মধ্যে ১২ জনের নাম সংগ্রহ করা হয়েছে। নকুল চন্দ্র চাকমার মেয়ে বিন্দা লক্ষী চাকমা (৩৯) বেদাক্কুলো চাকমার মেয়ে নৈরঞ্জনা চাকমা (৮) নিত্যানন্দ চাকমার ছেলে কিরণ জ্যোতি চাকমা (৩২), বান কুমার চাকমার মেয়ে রিতা চাকমা (২৫), দেবী চাকমার (৩০) ছেলে প্রিয় কান্তি চাকমা (২৮), হৃদয় চাকমা (২২), প্রদীপ বিকাশ চাকমা (১৭), সুশীল কুমার চাকমার ছেলে কালা বিজা চাকমা, নন্দী চাকমার মেয়ে মিনা চাকমা ও সুমতি রঞ্জন চাকমার মেয়ে সুমনা চাকমা। বাকিদের নাম পাওয়া যায়নি।

অজ্ঞাত রোগে আক্রান্ত রোগীরা গ্রামের বৈদ্য কবিরাজের কাছে চিকিৎসা নিলেও আজ মেডিক্যাল দল তাদের চিকিৎসা সেবা দিয়েছে।

এ প্রসঙ্গে রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, মেডিক্যাল দল চান্দবী ঘাট গ্রামে গিয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমানে ভয়ের কোনো কারণ নেই। মেডিক্যাল দল পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে গ্রামে পৌঁছে তারা তিন ভাগে ভাগ হয়ে রোগীদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন। রোগীদের অবস্থা বুঝে তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন।

বিজয়/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়