ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

র‌্যাব অভিযানে ৩১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৪ মার্চ ২০২৪  
র‌্যাব অভিযানে ৩১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা বলে জানানো হয়েছে। 

তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শনিবার (২৩ মার্চ) গভীর রাতে সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাজেদা বেগম কুমিল্লা জেলার সদর থানার লালনগর গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী। 

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাজেদা বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। 

রতন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়