ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গজারিয়ায় সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ১৬:০০, ২৪ মার্চ ২০২৪
গজারিয়ায় সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদি এলাকায় সুপার বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এতথ্য নিশ্চিত করেছেন। 

ওসি রাজিব খান বলেন, রোববার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে কারখানাটিতে আগুন লাগার আসে। প্রাথমিকভাবে দুইটি ইউনিট কাজ করে। আগুনের তীব্রতা বাড়ায় নারায়নগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা পরে জানা যাবে।

আরো পড়ুন:

 

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়