ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

গজারিয়ায় বোর্ড কারখানায় আগুন

আধুনিক ফায়ার ফাইটিং রোবটসহ কাজ করছে ১২টি ইউনিট

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ২০:৫৮, ২৪ মার্চ ২০২৪
আধুনিক ফায়ার ফাইটিং রোবটসহ কাজ করছে ১২টি ইউনিট

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে জামালদীতে টি.কে. গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানার আগুন ৬ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে আধুনিক ফায়ার ফাইটিং রোবটসহ কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

এদিকে, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঢাকা জোনের উপ-পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, আগুন এখন অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। আগুন নিয়ন্ত্রণে একটি আধুনিক ফায়ার ফাইটিং রোবটসহ ১২টি ইউনিট কাজ করছে। 

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, আগুনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের বলেন, রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির পাটের গোডাউনে আগুন দেখতে পান শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যার্থ হলে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রতিষ্ঠানের ভেতরে পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়ে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরো ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয় আমাদের। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়