রেললাইনে নসিমনকে ধাক্কা দিলো ‘কক্সবাজার এক্সপ্রেস’
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন কাঠবোঝাই একটি নসিমনকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাঁসিয়াখালীর ছাইরাখালী রেললাইনের দুইপাশে এখনো সিগন্যাল গেইট স্থাপন করা হয়নি। এই কারণে কাঠবোঝাই নসিমনটি দ্রুত গতিতে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। রেললাইনের ওপর উঠতেই কক্সবাজার ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস টেনটি ওই নসিমনটিকে ধাক্কা দেয়। এর আগেই নসিমনটির চালক গাড়ি রেখে রেললাইনের ওপর থেকে সরে যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সড়কের দুই পাশে সিগন্যাল গেইট স্থাপন না হওয়ায় এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কয়েক মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তারেকুর/মাসুদ