ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ মার্চ ২০২৪  
মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান (২২) উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, চালককে গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিহতের স্বজনেরা জানান, রোববার সন্ধ্যায় মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরমান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি।

রাসেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়