যাত্রীবাহী লঞ্চ থেকে ৩ হাজার কেজি চিংড়ি জব্দ
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ভোলার মেঘনার অভয়াশ্রম থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ হাজার ২০০ কেজি চিংড়িসহ বিপুল পরিমাণে মাছ ধরে ঢাকায় পাচারের সময় জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (২৪ মার্চ) রাতে ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে এসব মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ.এম.এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ কেজি চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছের অভয়াশ্রমে সকল ধরণের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মলয়/কেআই