ডোমার ছাত্রলীগের সভাপতি আকাশ, সম্পাদক সোহান
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:১০, ২৫ মার্চ ২০২৪
আপডেট: ১৬:১৩, ২৫ মার্চ ২০২৪
মেহেদী হাসান আকাশ ও সোহানুর রহমান সোহান
মেহেদী হাসান আকাশকে সভাপতি ও সোহানুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নীলফামারীর ডোমার উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) রাতে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ত্য জানানো হয়েছে।
ওই পত্রে উল্লেখ আছে, আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা সেলে জমা দিতে হবে। এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সিথুন/বকুল