ঢাকা     বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ৪ জলদস্যু আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৫ মার্চ ২০২৪  
কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ৪ জলদস্যু আটক

আটককৃত জলদস্যু।

বঙ্গোপসাগরের কক্সবাজারে কুতুবদিয়া অংশে ফিশিং ট্রলারে ডাকাতির প্রস্তুতি কালে চার জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৫ মার্চ) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম বাঁশখালী উপজেলার মো. ইকবাল হোসেন (২০) এবং আনোয়ারা উপজেলার মো. নয়ন (১৮), মো. হেফাজ (২৩) ও মো. আশেক (১৬)।

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, রোববার রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ পশ্চিম সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালায়। সন্দেজনক একটি ট্রলার তল্লাশি চালিয়ে চার জলদস্যুকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি সাবল, ১টি হুক, ৫টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।

আটককৃত জলদস্যু ও জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই মিডিয়া কর্মকর্তা।

তারেকুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়