স্মৃতিসৌধে ‘নাগেশ্বর চাপা’ রোপণ করলেন ভুটানের রাজা
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় স্মৃতিসৌধে নাগেশ্বর চাপা গাছের চারা রোপণ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। স্বাধীনতা দিবসে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পরে চারা রোপণ করেন তিনি।
জাতীয় স্মৃতিসৌধের ডান পাশে চার মাস বয়সী নাগেশ্বর চাপা গাছ রোপণ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন ভুটানের রানী জেৎসুন পেমা।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে একটি তারবার্তার মাধ্যমে ভুটান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। দিয়েছিল স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি।
চার দিনের সফরে সোমবার (২৫ মার্চ) ঢাকায় আসেন ভুটানের রাজা।
রোববার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, বাংলাদেশ সফরে ভুটানের রাজা পদ্মা সেতু পরিদর্শন করবেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের জন্য বিমানযোগে ঢাকা সেখানে যাবেন তিনি।
সাব্বির/বকুল