নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর কলোনি মোড় এলাকার মৃত সিদ্দিকের ছেলে।
নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, সোমবার বিকেলে আল আমিন বাড়ি থেকে বের হয়। ভোররাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ভারতের অভ্যন্তরে আল আমিনকে গুলি করেছে বিএসএফ সদস্যরা। তবে, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ভোরের দিকে ভারতের অভ্যন্তরে একটি গুলির শব্দ পায় বিজিবি। সীমান্ত এলাকার ২৩১/২৩২ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ভারতের কেদারিপাড়ার দিকে ঘটনাটি ঘটেছে। লোকমুখে জেনেছি, একজন মারা গেছেন। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।
সাজু/কেআই