ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

লালমনিরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৬ মার্চ ২০২৪  
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

গুলিতে আহত লিটন মিয়া

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে গুলিতে লিটন মিয়া (২০) নামে বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গুলিবিদ্ধ লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘গুলিতে আহত যুবক লিটন মিয়াকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।’ 

আরো পড়ুন:

লে. কর্নেল মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ৫০-৬০ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী দুর্গাপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে গেলে বিএসএফের টহল দল তাদের প্রতিরোধ করে। গরু ব্যবসায়ীরা বিএসএফ-কে ঘিরে ফেলে। তথন বিএসএফ সদস্য আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি করে। তা লিটন মিয়ার গায়ে লাগে।’ 

আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল গরু পাচার করে আনার চেষ্টা করে। তখন ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্য গুলি ছোড়ে।
 

জামাল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়