ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১৫:১৮, ২৮ মার্চ ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলাউল (২০) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আলাউল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কিছু বাংলাদেশি। সীমান্ত পিলার ১৮৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্মশানঘাট নদীর তীরে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ সদস্যরা। এতে বাংলাদেশি যুবক আলাউল গুলিবিদ্ধ হন।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারতে প্রবেশকালে বিএসএফ সদস্যদের ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি গোপনে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত জানতে পারলে আপনাদের জানানো হবে।

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়