ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে চালক নিহত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ মার্চ ২০২৪   আপডেট: ১৯:২৮, ২৯ মার্চ ২০২৪
সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে চালক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের কংলাক পাহাড়ে পণ্য নিয়ে যাওয়ার সময় একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় গাড়িটির চালক নিহত হয়েছেন। গাড়িতে থাকা অন্য দুইজন লাফ দিয়ে নেমে যাওয়ায় তারা প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া চালকের নাম মো. চাঁন মিয়া (৩৫)। তিনি  দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে। 

আরো পড়ুন:

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান বলেন, সাজেকে দুর্ঘটনায় একজন মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়