ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত 

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ মার্চ ২০২৪  
দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত 

মো. এমরাজ হোসেন সুমন

দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে তাকে হত্যা করা হয়। নিহতের চাচাতো ভাই ও দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

শেখ ফরিদ উদ্দিন বলেন, আজ শুক্রবার সকালে সুমনের দোকানে গিয়ে সন্ত্রাসীরা টাকা দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা সুমনকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছর আগে সুমন জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে বেস্ট এরিয়ার ফালগুজে একটি স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি। তার ৫ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, নিহতের মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। পরিবার সরকার নির্ধারিত সহযোগিতা যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা করা হবে।

সাহাব/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়