ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

পালিয়ে বাংলাদেশে এলো মিয়ানমারের আরও ৩ সেনা

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৩০ মার্চ ২০২৪   আপডেট: ১৪:৫৭, ৩০ মার্চ ২০২৪
পালিয়ে বাংলাদেশে এলো মিয়ানমারের আরও ৩ সেনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের আরও ৩ সেনা সদস্য।

শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশের পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় তারা।

স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে টিকতে না পেরে ৩ সেনা সদস্য আজ সকালে বাংলাদেশে সীমান্তে প্রবেশ করে।  

বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন সত্যতা  নিশ্চিত করে  জানান, আজ মিয়ানমারের ৩ সেনা সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মার্চ তিন দফায় নাইক্ষ্যংছড়ি উপজেলা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার  সীমান্তবাহিনীর তিনজন কর্মকর্তাসহ ১৭৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।

চাই মং/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়