ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চট্টগ্রামে ঈদ বাজারের নিরাপত্তা দেখলেন পুলিশ কমিশনার 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ মার্চ ২০২৪  
চট্টগ্রামে ঈদ বাজারের নিরাপত্তা দেখলেন পুলিশ কমিশনার 

বিভিন্ন শপিং মল ও ঈদ বাজারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। রোববার (৩১ মার্চ) দুপুরে নগরীর নিউমার্কেট বিপণিবিতান, তামাকুমন্ডী লেইন, রিয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শনকালে সিএমপি কমিশনার মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ক্রেতা বিক্রেতা ও মার্কেট সমিতির কোনো সমস্যা আছে কিনা জানতে চান।

এসময় পুলিশ কমিশনার বলেন, বাণিজ্য নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হচ্ছে। তাই নগরীর প্রতিটি মার্কেটের ভেতরে এবং আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন এবং উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারেন সেজন্য সব আইনগত সহযোগিতা প্রদান করা হবে। 

এ সময় অন্যদের মধ্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়