ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

মৌলভীবাজারে ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:১০, ১ এপ্রিল ২০২৪
মৌলভীবাজারে ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

মৌলভীবাজার জেলায় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কোনও উপজেলায় আজ (সোমবার) সকাল পর্যন্ত বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হয়নি।

রোববার (৩১ মার্চ) গভীর রাতে এই ঝড় ও শিলাবৃষ্টিতে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায়ই ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমান জানাতে পারেনি কৃষি বিভাগ। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুদ্দিন আহমদ জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান এই মুহূর্তে বলা যাচ্ছে না, খোঁজ নিয়ে জানতে হবে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এ বি এম মিজানুর রহমান বলেন, ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়াতে এখন পর্যন্ত ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তবে বিকেল পর্যন্ত স্বাভাবিক হবে বলে জানান তিনি।

হামিদ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়