বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান মারা গেছেন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির সহসভাপতি লাভলী রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সোমবার (১ এপ্রিল) তিনি সকাল ৯ টা ৫০ মিনিটে বগুড়া শহরের একটি ক্লিনিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
লাভলী রহমান বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার মোছাদ্দের হোসেন আকন্দের স্ত্রী। তিনি স্বামী ছাড়াও এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার বলেন, লাভলী রহমান বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আজ (সোমবার) সকালে নিজ বাড়িতে অসুস্থবোধ করলে তাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টা ৫০ মিনিটে তিনি মারা যান।
লাভলী রহমান বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে।
লাভলী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সিনিয়র সহসভাপতি অ্যাড. শাহাজাদী লায়লা, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরী, বগুড়া শহর মহিলা দলের সভানেত্রী শাহিনুর বেগম শানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি ও শায়লা ইসলাম মুক্তা।
এনাম/টিপু