ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

নাটোর-১ আসনের এমপির পদত্যাগের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:২০, ১ এপ্রিল ২০২৪
নাটোর-১ আসনের এমপির পদত্যাগের দাবিতে মানববন্ধন

অনিয়মের মাধ্যমে নির্বাচনে খরচ করা টাকা তোলার বক্তব্য দেওয়া নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ এই মানববন্ধনের আয়োজন করে। অপরদিকে, সংসদ সদস্য কালামের সমর্থকরা মানববন্ধনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

আরও পড়ুন: এটুকু অন্যায় করবোই, নির্বাচনে খরচের টাকা তুলবো: এমপি কালাম

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা মানবন্ধন করেন। এ সময় তারা আবুল কালাম আজাদকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে তাকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করে।

আরো পড়ুন:

একই সময় মালঞ্চি রেল গেটের পশ্চিম পাশে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন নেতৃত্বে মানববন্ধনের বিপক্ষে মিছিল বের করেন। মিছিলটি রেলগেটের পূর্বপাশে আসার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিছিলকারীরা  সেখানে কর্মী সমাবেশ করেন।

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়