ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পীরগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:১১, ৩ এপ্রিল ২০২৪
পীরগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আজাদুল ইসলাম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার তাম্বুলপুর বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদুল ইসলাম একই উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার কাইয়ূম মুন্সীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে আজাদুলসহ দুইজন বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে তাম্বুলপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আজাদুল ইসলাম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন:

রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার। 

/আমিরুল/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়