ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:০৮, ৩ এপ্রিল ২০২৪
বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোল–দৌলতপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)।

২১-বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারি সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুইজন গুলিবিদ্ধ হন।

‘সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আহতাবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তাদের বিজিবি হেফাজতে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।’ - যোগ করেন তিনি।

রিটন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়