ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন টাঙ্গাইলের ১১০ সাংবাদিক 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৩ এপ্রিল ২০২৪  
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন টাঙ্গাইলের ১১০ সাংবাদিক 

সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক

টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাহাব উদ্দিন মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ। 

পরে টাঙ্গাইলে কর্মরত ১১০ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। 

আরো পড়ুন:

কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়