ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কান্নার আওয়াজ শুনে ব্রিজের নিচ থেকে নবজাতক উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৩ এপ্রিল ২০২৪  
কান্নার আওয়াজ শুনে ব্রিজের নিচ থেকে নবজাতক উদ্ধার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ব্রিজের নিচ থেকে কান্নার আওয়াজ শুনে এক নবজাতক উদ্ধার করেছেন স্থানীয়রা। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে একটি পরিবারের হেফাজতে রাখা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের ব্রিজের নিচ থেকে নবজাতক উদ্ধার হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে অভিরামপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অভিরামপুুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহারুল ইসলামের হেফাজতে দেওয়া হয় নবজাতকটিকে।

আরো পড়ুন:

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহিদ বলেন, যখন হাসপাতালে আনা হয়, তখন নবজাতকটি অসুস্থ ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। যারা শিশুটিকে হাসপাতালে এনেছিলেন, তাদের কাছে দেওয়া হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‌প্রাথমিক চিকিৎসা শেষে একটি পরিবারের হেফাজতে পরিচর্যার জন্য রাখা হয়েছে উদ্ধার হওয়া নবজাতকটি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়