ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

ভোলার ৪২ জেলে পেলেন বকনা বাছুর 

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৩ এপ্রিল ২০২৪  
ভোলার ৪২ জেলে পেলেন বকনা বাছুর 

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব‍্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪২ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জেলের এই বাছুর বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা মনোজ কুমার সাহা’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণ অভিযানের কারণে জেলারা দীর্ঘদিন নদীতে মাছ ধরতে পারছেন না। ফলে তাদের আয় বন্ধ থাকে। একারণে অভিযানের সময় জেলারা যাতে মাছ ধরা বন্ধ রেখে বিকল্প আয়ের মাধ্যমে সংসার চালাতে পারেন সে জন্য এই বকনা বাছুর বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে জেলেদের পশুপালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 

আরো পড়ুন:

মলয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়