ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বাগেরহাটে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:০২, ৪ এপ্রিল ২০২৪
বাগেরহাটে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামে একটি প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, রাত ২টার দিকে উপজেলার শুকদারা এলাকার ওই কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে হাসান নামের এক শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

কারখানার সূত্র বলছে , রাত ১০টা পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। এরপর সব মেশিন বন্ধ করে শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধ করে চলে যান। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কারখানার মূল যন্ত্রাংশ ছাড়াও বেশ কিছু ফিনিশ প্রোডাক্ট পুড়ে গেছে। তবে, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

শহিদুল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়