ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৩৩, ৪ এপ্রিল ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

স্বজনদের আহাজারি

গোপালগঞ্জের মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফায়েজুল মাতুব্বর (১৭) ও হাফিজুল শেখ (১৮) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এসএম জালাল বিন আমির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফায়েজুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে ও হাফিজুল শেখ একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে। 

আরো পড়ুন:

এসআই জালাল বিন আমির বলেন, মোটরসাইকেলযোগে দুই বন্ধু ফায়েজুল মাতুব্বর ও হাফিজুল শেখ দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিল। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফায়েজুল মাতুব্বর নিহত ও অপর আরোহী হাফিজুল শেখ আহত হন। স্থানীয়রা আহত হাফিজুল শেখকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাদল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়