ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নড়াইলে স্কুলের টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:২৫, ৪ এপ্রিল ২০২৪
নড়াইলে স্কুলের টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার চরকোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে সাগর মোহাম্মদ শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সাগর শেখ উপজেলার চরকোটাখোল গ্রামের কবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায় সাগর। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের চরকোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়