কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, আটক ৩
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আটককৃত তিন প্রতারক। (ছবি- সংগৃহীত)
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্রণী ব্যাংক থেকে অভিনব কায়দায় প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় প্রতারকরা দু’টি নকল ভাউচারের মাধ্যমে মোট ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যায়।
আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন- মামুন শেখ, কেরামত খান ও সাইমন। তাদের তিনজনের বাড়ি মাদারীপুর জেলায়।
এ বিষয়ে গোলাপনগর অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, ফরেন রেমিট্যান্সের টাকা দু’টি ভুয়া ভাউচারের মাধ্যমে কবির ও মনির সই জালিয়াতি করে নিয়ে যায়। তারা যথাক্রমে ১ লাখ ৫ হাজার এবং ৯৪ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে তোলে। আরও একটি ভাউচার সাবমিট করার সময় বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তাদের ধরি। এরমধ্যে দু’জন টাকা নিয়ে পালিয়ে গেছে, বাকি তিনজনকে আটক করেছে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমরা পরিদর্শন করছি। প্রাথমিক তদন্ত চলছে। থানায় এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কাঞ্চন/ফয়সাল