ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:১৫, ৫ এপ্রিল ২০২৪
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে রামপাল তাপ বিদ্যুৎকন্দ্রের আনসার ব্যাটালিয়নের হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর টাওয়ারের পাঁচ নম্বর ইয়ার্ডের সীমানা প্রাচীর কেটে ৫০-৬০ জন ডাকাত নিরাপত্তাকর্মীদের মারধর করে মোবাইল ও লোহার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

সশস্ত্র হামলায় এক আনসার সদস্য ও চার নিরাপত্তাকর্মী আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার ও লুটে নেওয়া দেড় হাজার কেজি লোহার রড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা, আহত ৫

শহিদুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়