ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ব্যাংক ডাকাতি: রুমা ও থানচি থানায় ৪ মামলা 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৮:০১, ৫ এপ্রিল ২০২৪
ব্যাংক ডাকাতি: রুমা ও থানচি থানায় ৪ মামলা 

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় চারটি মামলা হয়েছে। এরমধ্যে রুমা থানায় তিনটি এবং থানচি থানায় একটি মামলা হয়। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে মামলাগুলো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী। 

জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটে যাওয়া সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা থানায় ৫০-৬০ জন নাম না জানা ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা হয়েছে। এছাড়া, গত বুধবার দুপুরে থানচি কৃষি ব্যাংকে টাকা লুটের ঘটনায় থানচি থানায় ৩০-৪০ জনকে নাম না জানা আসামি করে একটি মামলা হয়েছে। 

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আজ শুক্রবার কৃষি ব্যাংক ম্যানেজার হ্লা শৈ থোয়াই মারমা বাদী হয়ে ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। সোনালী ব্যাংক ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে। 

আরো পড়ুন:

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় নাম না জানা আসামিদের বিরুদ্ধে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই ঘটনার ১৫ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি হয়।

আরও পড়ুন: কেএনএফ’র সন্ত্রাসী কার্যকলাপে সরকারের পদক্ষেপ

অর্থের বিনিময় ছাড়াই ব্যাংক কর্মকর্তা উদ্ধার: র‌্যাব

থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি

বান্দরবানে অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার 

‘কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব হচ্ছে না’

রুমায় সোনালী ব্যাংকের টাকা অক্ষত আছে: সিআইডি

অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে: আইজিপি

রুমার পর এবার থানচির দুই ব্যাংকে ডাকাতি

বান্দরবানের ৬ উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা

১৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত ম্যানেজার

টাকা ও অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়