ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফেনীতে ট্রাকে ট্রেনর ধাক্কা: তদন্ত কমিটি গঠন

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৬ এপ্রিল ২০২৪  
ফেনীতে ট্রাকে ট্রেনর ধাক্কা: তদন্ত কমিটি গঠন

ফেনীর ফাজিলপুর মুহুরীগঞ্জে ট্রাকের ট্রেনের ধাক্কায় ছয় জনের মৃত্যুর ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার সঠিক কারণ খুঁজে বের করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (৬ এপ্রিল) এতথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হানিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান নির্জর, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমানডেন্ট রেজানুর রহমান, রেলওয়ের বিভাগীয় মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন এবং বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।

আরো পড়ুন:

আরও পড়ুন: মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে সেলফি তুলেছিলেন তারা

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন বালুমহাল এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেন বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। ওই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়