ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটি বাজারের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
আব্দুল কাদির জিলানী উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের আব্দুস মোবাহানের ছেলে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল কাদির জিলানীর সঙ্গে বিরোধ চলে আসছিল মামুন-সোহাগের। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে মামুন ও সোহাগের লোকজনের সঙ্গে আব্দুল কাদির জিলানীর লোকজনের সংঘর্ষ হয়। এতে আহত হন আব্দুল কাদির জিলানী। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিলন/কেআই