রেলসেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:২৪, ৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৪:১৪, ৭ এপ্রিল ২০২৪
রূপসা নদীর ওপর রেলসেতু। ফাইল ফটো
খুলনার রূপসা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে একটি সারবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে কর্মরত ১৩ জনের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। সাঁতরে তীরে ওঠা জাহাজের একজন ক্রু রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর কার্গো উদ্ধারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন।
নূরুজ্জামান/কেআই