ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বাউফলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, মৃত্যু ২

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:২১, ৭ এপ্রিল ২০২৪
বাউফলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, মৃত্যু ২

পটুয়াখালীর বাউফলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় বজ্রপাতে রাতুল (১৩) নামে এক শিশু ও গাছের নিচে চাপা পড়ে সাফিয়া রহমান (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার তাতেরকাঠি গ্রামে ওই শিশুর ও দাশপাড়া ইউনিয়নের চরালকী গ্রামে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে অনেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, বর্তমানে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। উপড়ে পড়ে রয়েছে প্রায় শতাধিক গাছপালা। এসময় সদর উপজেলার আউলিয়াপুরে একটি গরুরও মৃত্যু হয়। 

ঝড় চলাকালীন সময়ে বাউফল উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে বলে জানা গেছে এবং অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ঠিক কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। 

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়