ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বান্দরবানে ব্যাংক ডাকাতি: নারীসহ আটক ৪

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:১০, ৮ এপ্রিল ২০২৪
বান্দরবানে ব্যাংক ডাকাতি: নারীসহ আটক ৪

আটক ৪ জন

বান্দরবানে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাত দলের এক নারী ও গাড়ি চালকসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার সৈকত শাহীনর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, রোয়াংছড়ি রৌনিন পাড়ার জিংচুন নুং বমের মেয়ে ভানুনুন নুয়াম বম, থানচি সিমত্মাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে জেমিনিউ বম, আমে লনচেও বম এবং থানচি টিএন্ডটি পাড়ার মো. ইউসুফের ছেলে কফিল উদ্দিন সাগর।

জেলা পুলিশ সুপার সৈকত শাহীনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার বান্দরবানে থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে অস্ত্রধারী ডাকাত দলের ২৫-৩০ জন সদস্য পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। অস্ত্রের মুখে উপস্থিত লোকজনকে জিম্মি করে সোনালী ব্যাংক থেকে ১৫-২০ লক্ষ টাকা এবং কৃষি ব্যাংক থেকে অনুমান ৩ লক্ষ টাকাসহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত লোকজনদের কাছ থেকে আনুমানিক ১০-১৫ টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এ ডাকাতির ঘটনার পর থানচি থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে রোববার বিকাল ৫টার দিকে বান্দরবানের রেইচা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত আসামিদের আটক করা হয়।

অন্যদিকে ডাকাত দলের সদস্য গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে থানচি তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

চাই মং/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়